নেপাল ট্যুর প্যাকেজ
ভ্রমণপিপাসু মানুষদের কাছে নেপাল এক স্বর্গরাজ্য। লোটাস ট্রেভেলস এন্ড হলিডেস অত্যন্ত স
ফলতার সাথে দেশের বাহিরে বিভিন্ন পর্যটন স্পট সমূহে ট্যুর পরিচালনা করে আসছে। ভ্রমণ সঙ্গী হিসেবে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের এয়ার টিকেট, হোটেল বুকিং, লোকাল ট্রান্সপোর্টসহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকি। তাই আপনার নেপাল ভ্রমণের পছন্দনীয় প্যাকেজটি নিতে আর দেরী না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
নেপালের ভূ-প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ নেপালের আকৃতি অনেকটা চতুর্ভুজের মত, প্রায় ৮০০ কিমি (৫০০মাইল) দৈর্ঘ্য এবং ২০০ কিমি (১২৫ মাইল) প্রস্থ। নেপালের মোট আয়তন প্রায় ১৪৭,১৮১ বর্গকিমি (৫৬,৮২৭ বর্গমাইল)। ভূ-প্রকৃতির বৈচিত্র্য অনুসারে নেপাল তিন ভাগে বিভক্ত- পর্বত, পাহাড়ী উঁচু ভূমি(Hill and Siwalik region) এবং নিচু সমতল ভূমি অর্থাৎ তরাই।
উদ্ভিদ
ও প্রাণীজগৎ
বন্যপ্রাণী বৈচিত্র্যা নেপালের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ঠ ।অত্যন্ত ঠান্ডা থেকে উষ্ণপ্রধান আবহাওয়ার তারতম্যের জন্য ,নেপালে উদ্ভিদ ও প্রাণীজগতে[৫] এক বিরাট বিভিন্নতা বা বৈচিত্র আছে। বন্যপ্রাণী পর্যটন এই দেশের অন্যতম পর্যটন। এখানে কিছু বন্যপ্রাণী আছে যা একমাত্র নেপালে দেখা যায় যেমন স্পিনি ব্যাব্লার। নেপালেই বিভিন্ন প্রজাতির রডোডেন্ড্রন দেখা যায়। নেপালে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অনেকগুলি জাতীয় উদ্যান স্থাপন করা হয়। যার মধ্যে গুরত্বপূর্ণ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হল সাগরমাথা জাতীয় উদ্যান ও চিতওয়ান জাতীয় উদ্যান
কোন মন্তব্য নেই