ads header

সাম্প্রতিক ইভেন্ট

ভারতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ২ রেল ষ্টেশন-ই কলকাতায় অবস্থিত


 

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটি ২,২৫৮ মিটার (৭,৪০৭ ফু) ) উচ্চতায় অবস্থিত ফুট) । জায়গাটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি বাঁক, ঘুম মঠ এবং বাতাসিয়া লুপের বাড়ি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নির্মাণ ১৮৭৯ সালে শুরু হয় এবং রেলপথটি ৪ এপ্রিল ১৮৮১ সালে ঘুমে পৌঁছে।


ভারতের সর্বোচ্চ রেল ষ্টেশন- ঘুম রেল ষ্টেশন যা দার্জেলিং-এ অবস্থিত 

ঘুম রেলওয়ে স্টেশন

ওড়া ময়দান মেট্রো স্টেশন হল হাওড়া ময়দানে কলকাতা মেট্রো রেলের একটি স্টেশন। এই স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরে অবস্থিত।এই ভূগর্ভস্থ স্টেশন হাওড়া পৌর স্টেডিয়াম এবং হাওড়া শরৎ সদনের কাছে অবস্থিত। এটি কলকাতা মেট্রো লাইন ২ -এর টার্মিনাস।



ভারতরে সর্বনিম্ন রেল ষ্টেশন-হাওড়া ময়দান ষ্টেশন

কোন মন্তব্য নেই