কম খরচে ভারতের ৬টি বিখ্যাত জলপ্রপাত ভ্রমণ- মাত্র ৩৫,০০০ টাকায়





ভারতের ৬ টি বিখ্যাত জলপ্রপাত ভ্রমণের সুযোগ।
লোকেশন: জাগদলপুর, ছত্তিসগড়, ভারত।





সকাল ০৭:৩০ মিনিটে কমলাপুর, ঢাকা আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে শ্যামলী এন আর ট্রাভেলস এর এসি বাসে সরাসরি কলকাতার উদ্দেশে রওনা হবেন এবং বিকাল ০৫:৩০ মিনিটে কলকাতা পৌঁছাবেন। সেখান থেকে সবার গন্তব্য হবে হাওড়া স্টেশন ৷ হাওড়া স্টেশন থেকে রাত ১০:২০ মিনিট সমলেশ্বরী এক্সপ্রেস ট্রেন জাগদলপুরের উদ্দেশে ছেড়ে যাবে ৷

ট্রেন রাত ১০:০০ মিনিটে জাগদলপুর স্টেশনে পৌঁছাবে ৷ স্টেশন থেকে সবার গন্তব্য হবে জাগদলপুর হোটেল এবং জাগদলপুর হোটেলে রাত্রি যাপন ৷

সকালের ব্রেকফাষ্ট সেরে রিজার্ভ গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো লোকাল সাইট সিনের উদ্দেশ্যে ৷
★প্রথম দিনের দর্শনীয় স্থানসমূহ:
১) চিত্রকূট জলপ্রপাত।(এশিয়ার নায়াগ্রা)
২) মেন্দ্রি ঝুমার জলপ্রপাত।
৩) পরপুর জলপ্রপাত।
৪) নারায়ণপাল মন্দির
সারাদিন ঘুরে বিকালে ফিরে আসবো হোটেলে এবং হোটেলে রাত্রি যাপন ৷
★চতুর্থ দিন:
সকালের ব্রেকফাষ্ট সেরে রিজার্ভ গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো লোকাল সাইট সিনের উদ্দেশ্যে ৷
★চতুর্থ দিনের দর্শনীয় স্থানসমূহ:
১) চিত্রধারা জলপ্রপাত।
২) তীরথগড় জলপ্রপাত।
৩) মান্ডওয়া জলপ্রপাত।
৪) দান্তেশ্বরী মন্দির।
৫) বালাজি মন্দির।
৬) দলপত দীপ সাগর।
৭) বাস্টার প্যালেস যাদুঘর।
সারাদিন ঘুরে বিকালে ফিরে আসবো হোটেলে এবং হোটেলে রাত্রি যাপন ৷

সকালের ব্রেকফাষ্ট সেরে রিজার্ভ গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো লোকাল সাইট সিনের উদ্দেশ্যে ৷
★৫ম দিনের দর্শনীয় স্থানসমূহ:
১) দন্তেশ্বরী শক্তিপীঠ।
২) সাতধারা জলপ্রপাত।
সারাদিন ঘুরে বিকালে ফিরে আসবো হোটেলে এবং হোটেলে রাত্রি যাপন ৷

সকালে ব্রেকফাষ্ট সেরে আমরা হোটেল থেকে রওনা দিব জাগদলপুর স্টেশনের উদ্দেশ্যে ৷ জাগদলপুর স্টেশন থেকে সকাল ০৫:৩০ মিনিটে সমলেশ্বরী এক্সপ্রেস ট্রেন কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে ৷

ট্রেন সকাল ০৫:৩০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে ৷ হাওড়া স্টেশন থেকে সবার গন্তব্য মার্কুষ্ট্রীট বাস কাউণ্টার ৷ দুপুর ১২:৩০ মিনিটে কলকাতা বাস টার্মিনাল থেকে শ্যামলী এন আর ট্রাভেলস এর এসি বাসে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং রাত ১০:০০ টার মধ্যে ঢাকা পৌঁছাবেন।
বিঃদ্রঃ যারা কোলকাতা থাকতে চান তারা নিজ খরচে থাকতে পারেন।

★ ঢাকা - কলকাতা - ঢাকা যাওয়া আসার এসি বাস।(সরাসরি বাস)
★ কলকাতা-জাগদলপুর-কলকাতা যাওয়া আসার ট্রেন।(3Rd)
★ষ্টার ক্যাটাগরি ডিলাক্স হোটেল.৷
★ এন্ট্রি ফি ৷
★ ডিলাক্স কার সার্ভিস ৷
★তিন বেলা মানসম্মত খাবার।
★ঢাকা থেকে সাথে গাইড সেবা।

★ ব্যক্তিগত ঔষধ ৷
★ ট্রাভেল ট্যাক্স ৷
★ কলকাতার কোনো ধরণের খাবার ৷
★ ট্রেনের খাবার ৷
★ লাইফ জ্যাকেট ৷
★ নৌকা ভাড়া ৷
★ভ্রমণ বীমা
★প্রয়োজনীয় কাগজপত্রঃ
১) পাসপোর্ট।
২) ভারতীয় ভিসা।
৩) Covid সার্টিফিকেট।

★ একরুমে ২/৩ জন জনপ্রতি ৩৫,০০০ টাকা।

★বুকিং মানি ১৫,০০০ টাকা ।
( বাংলাদেশে থেকে সব টাকা পরিশোধ করে যেতে পারবেন।)
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ






কোন মন্তব্য নেই