ads header

সাম্প্রতিক ইভেন্ট

নিকলী হাওর (Nikli Haor), মিঠামইন (Mithamain) এবং অষ্টগ্রাম (Austagram)–কিশোরগঞ্জ হাওর ভ্রমন




নিকলী হাওর (Nikli Haor), মিঠামইন (Mithamain) এবং অষ্টগ্রাম (Austagram) – কিশোরগঞ্জে অবস্থিত। ঢাকা থেকে অনেকে একদিনের ভ্রমণের জন্য দর্শনীয় স্থান খুঁজেন, তাদের জন্য দারুণ এক উপভোগ্য স্থান কিশোরগঞ্জ জেলার এই নিকলী হাওর, মিঠামইন এবং অষ্টগ্রাম। বাংলাদেশের অন্যতম এক বৃহৎ মিঠাপানির জলাভূমি এই হাওর।  নিকলী হাওর (Nikli Haor), মিঠামইন (Mithamain) এবং অষ্টগ্রাম (Austagram) – কিশোরগঞ্জে ড্রোন উড়ানো যায়। নিকলী হাওর (Nikli Haor), মিঠামইন (Mithamain) এবং অষ্টগ্রাম (Austagram) – কিশোরগঞ্জে যাওয়ার ভ্রমণ গাইড, কিভাবে যাবেন, কত খরচ, কোথায় ঘুড়ে বেড়াবেন, একদিনে কি ঘুরে আসার প্ল্যান সহ সমস্ত তথ্য পেয়ে যাবেন। 

নিকলী হাওর কোথায় অবস্থিতঃ

নিকলী হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর

নিকলী হাওর ভ্রমণের উপযুক্ত সময়ঃ

নিকলী বর্ষার মৌসুমে ভ্রমণের আদর্শ সময়। হাওরের চারপাশে অথৈ পানি রয়েছে। কিছু স্থানে আপনার মনে হবে আপনি সমুদ্রের মাঝে আছেন। যে দিকে তাকাবেন মনে হবে আকাশ পানির সাথে মিশে গিয়েছে। আর, এর সাথেই মানুষের বসবাস। মাঝিদের মাছ ধরার দৃশ্য দেখা, হাওরের মাছ খাওয়া, নৌকায় ঘুরে বেড়ানো, কোথাও জেগে ওঠা চরে জলাবরন দেখা যায় এই হাওড়ে।



নিকলী হাওর (Nikli Haor), মিঠামইন (Mithamain) এবং অষ্টগ্রাম (Austagram) কিভাবে যাবেনঃ  

ঢাকা থেকে কয়েকটি পথে অষ্টগ্রামে যাওয়া যায় মোটরসাইকেল এবং প্রাইভেট কার নিয়েও যাওয়া যায় ঢাকা টু নিকলী হাওর ১১৪ কিলোমিটার কিশোরগঞ্জ এবং ভৈরব থেকেও নিকলী হাওড় যাওয়া যায় কিশোরগঞ্জ থেকে মিঠামইন হাওর যাওয়ার উপায়- কিশোরগঞ্জে বাস বা ট্রেন থেকে নেমে প্রথমে একরামপুর বাস/সিএনজি স্টেশনে যেতে হবে একরামপুর থেকে লোকাল সিনজি বা অটোরিকশা নিয়ে চামড়া বন্দর ঘাট ঘাট থেকে নৌকা নিয়ে মিঠামইন হাওর ঘুরে আসতে পারবেন ভ্রমণের জন্য নৌকা ভাড়া হয়ে থেকে ঘন্টা হিসেবে

মিঠামইন রাস্তা কত কিলোমিটার?

বর্তমানে হাওরে যোগাযোগের জন্য নির্মিত হয়েছে অষ্টগ্রাম মিঠামইন ইটনা সাবমারসিবল সড়ক। ৪৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি অল ওয়েদার সড়ক নামে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে এটি এখন পর্যটকদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে!

কিশোরগঞ্জ হাওর রাস্তা কত কিলোমিটার?

এটি হাওর অঞ্চল হিসেবে পরিচিত মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের সঙ্গে কিশোরগঞ্জ জেলা সদরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। হাওরে সড়ক নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার পর কিশোরগঞ্জের মিঠামইনে ১৫ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের একটি উড়াল সড়ক নির্মাণ করছে সরকার।

অষ্টগ্রাম-মিঠামইন-ইটনা সংযোগ সড়ক

কোন মন্তব্য নেই