বাংলার তাজমহল কিভাবে যেতে হয়, সময়সূচী ও টিকেট মূল্য
সোনারগাঁও বাংলার তাজমহল কোথায় অবস্থিতঃ
বাংলার তাজমহল (Banglar Tajmahal) ঢাকা থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে, উত্তর-পূর্বে সোনারগাঁওয়ের পেরাবে অবস্থিত।
সোনারগাঁও বাংলার তাজমহল কে বানিয়েছে?
বাংলার তাজমহলের মালিক বাংলাদেশেরই চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আহসানউল্লা মনি। ২০০৮ সালের ডিসেম্বরে তার 'তাজমহলের কপিক্যাট সংস্করণ' প্রকল্পের ঘোষণা করেন। প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। আহসানউল্লা মনি ও তার স্ত্রী রাজিয়া দু’জনের কবরের স্থান সংরক্ষিত আছে বাংলার তাজমহলের ভিতরে ।বাংলার তাজমহলে যা যা দেখবোঃ
সোনারগাঁও বাংলার তাজমহলের চার কোণে চারটি বড় মিনার, মাঝখানে মূল ভবন, সম্পূর্ণ টাইলস করা। সামনে পানির ফোয়ারা, চারদিকে ফুলের বাগান, দুই পাশে দর্শনার্থীদের বসার স্থান।
এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত রাজমনি ফিল্ম সিটি রেস্তোরাঁ, উন্নতমানের খাবার-দাবারের ব্যবস্থা। রয়েছে রাজমনি ফিল্ম সিটি স্টুডিও। ইচ্ছা করলে যে কোনো দর্শনার্থী এখানে ছবি তুলতে পারবে। তাজমহলকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, জামদানি শাড়ি, মাটির গহনাসহ আরও অন্যান্য পণ্য সামগ্রী।
বাংলার তাজমহল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।বাংলার তাজমহল সপ্তাহের সব দিন খোলা থাকে। তাজমহল এবং পিরামিডের প্রবেশ মূল্য একসাথে পরিশোধ করতে হয়, শুধুমাত্র তাজমহল বা পিরামিড দেখার সুযোগ নেই। জনপ্রতি প্রবেশ টিকেটের মূল্য ১৫০ টাকা।
সোনারগাঁও বাংলার তাজমহল
কিভাবে যাবেন:
ঢাকা থেকে মাত্র
২৫ কিলোমিটার দূরত্বে বাংলার তাজমহলে খুব সহজেই যাওয়া যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
দিয়ে কুমিল্লা, দাউদকান্দি অথবা
সোনারগাঁ গামী যেকোনো গাড়িতে চড়ে মদনপুর বাসস্ট্যান্ডে নামতে হয়। সেক্ষেত্রে ভাড়া
লাগে ১৫-২৫ টাকা। সেখান থেকে সিএনজি বা স্কুটারে জনপ্রতি ২৫-৩৫ টাকা ভাড়ায় সহজে যাওয়া
যায় তাজমহলে।
অন্যভাবে
ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জগামী যেকোনো গাড়িতে চড়ে বরপা
বাসস্ট্যান্ডে নামতে হয়, সেক্ষেত্রে ভাড়া
হবে ২০ টাকা। এখান থেকে সিএনজি স্কুটারে জনপ্রতি ১০ টাকা ভাড়ায় পৌঁছে যেতে পারেন
বাংলার তাজমহল।
Related Topics:
সোনারগাঁও তাজমহল কিভাবে যেতে হয়?
বাংলার তাজমহল কিভাবে যাব?
ঢাকা
থেকে সোনারগাঁও তাজমহল যাওয়ার ভিডিও
সোনারগাঁও জাদুঘর বন্ধের দিন
সোনারগাঁও জাদুঘর সময় সূচি
বাংলার তাজমহল কি বার বন্ধ থাকে?
সময়সূচী ও টিকেট মূল্য
তাজমহল
কে নির্মাণ করেন
বাংলার তাজমহল, নারায়ণগঞ্জ
সোনারগাঁও বাংলার তাজমহল কোথায় অবস্থিত
বাংলাদেশের তাজমহল কে বানিয়েছে?
কোন মন্তব্য নেই